Sunday, June 22, 2014

আমিও তোমাদের ভালো বন্ধু হতে চাই

হ্যালো আমি শাকিল ।
জীবনে চলার পথে কখন যে এই পথে পা দিয়েছি বুঝতেই পারি নি ।
তবে এখন আর ফিরে যাওয়ার উপায় নেই ।
আমিও তোমাদের মাঝেই থাকতে চাই ॥
কি নেবে তো আমাকেও তোমাদের সাথে?
এই ব্লগে আমরা স্বাধীনভাবে মনের কথাগুলো সবার সাথেই শেয়ার করবো ।
আর আমাদের সম্পর্ক এখানেই শুরু করে আজীবন চালিয়ে যাবো তাইতো এই ব্লগের নাম দিয়েছি বন্ধন ।

No comments:

Post a Comment