এই পৃথিবীর সব সৃষ্টি বড়ই আশ্বর্যজনক ॥ তেমনি মানুষের মধ্যেও রয়েছে অদ্ভুদ ধরনের সব বৈশিষ্ট্য । তাই এখানে কাউকে কোন দোষ দেওয়ার উপায় নেই । অনেকেই আছে সমাজের অন্য মানুষের চোখে অপরাধী কিন্তু তারা বোঝেনা ঐ সব মানুষদের মনের কষ্ট গুলো কি । কিন্তু আমরা কি কখনো ভাবি যে সবার স্বাধীনভাবে পৃথিবীতে বাঁচার অধিকার আছে?
No comments:
Post a Comment